শিরোনাম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ায় বিক্ষোভের ভিডিও খাগড়াছড়ির বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ইন্দোনেশিয়ার ভিডিওকে বাংলাদেশের খাগড়াছড়ির বলে প্রচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, খাগড়াছড়িতে শনিবার রাতে গোলাগুলি চলছে।
আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু পেইজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়াতে দেখা গেছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়, ইন্দোনেশিয়ার। গত আগস্টের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ হয়। এটি সেই ঘটনারই ভিডিও।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘অং জওয়া ইন্ট’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে উল্লেখ ছিল ঘটনাটি ইন্দোনেশিয়ার।
পাশাপাশি, ‘এরিক সুয়া’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট থেকেও ভিডিওটি ইন্দোনেশিয়ার বলে শনাক্ত করা হয়। এছাড়াও ভিডিওটিতে একটি গাড়ির গায়ে ‘বিআরআইএমওবি’ লেখা দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, এটি ইন্দোনেশিয়ার পুলিশের অধীনস্থ আধাসামরিক বিশেষায়িত ইউনিট। যেটির নাম ‘মোবাইল ব্রিগেড কর্পস’।
ইন্দোনেশিয়ার বিক্ষোভের ভিডিওকে বাংলাদেশের বলে দাবি করাকে মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।