শিরোনাম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, জুলাই সনদ ও অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ পুলিশের সুপারিশ দাবিতে ১১ দফাযুক্ত একটি ‘বিশেষ বিবেচনাধীন পত্র’ ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, কথিত এই বিবেচনাপত্রটি ভুয়া। বাংলাদেশ পুলিশ থেকে এমন কোনো চিঠি দেওয়া হয়নি। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মেনহাজুল আলম ফ্যাক্টওয়াচকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।