বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১০:৩০

এনসিপিকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট ফেসবুক পেইজ।

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নামে ভুয়া প্যাড ব্যবহার করে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি ছড়ানোর ঘটনা শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, এনসিপির প্যাড ব্যবহার করে ‘জুলাই সনদ অঙ্গীকারনামা’ নামে একটি বিজ্ঞপ্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে দেখা গেছে, এই বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভুয়া। এনসিপি এই নামে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

ঘটনার সত্যতা যাচাইয়ে বাংলাফ্যাক্ট দলটির ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও জাতীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করে এবং এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দীন সিফাতের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে এটি দলীয়ভাবে প্রচারিত নয়।

এনসিপির দপ্তর সম্পাদক বলেন, ‘এরকম কোনো বিবৃতি আমরা দেইনি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং গণমাধ্যম কর্মীদের কাছেও পাঠাইনি। আমাদের পক্ষ থেকে হলে আমরা অফিসিয়াল পেইজ ও সাংবাদিকদের পাঠাতাম। এটা কোনো কুচক্রীমহল ছড়াচ্ছে।’

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা টিম ‘বাংলাফ্যাক্ট’ বলছে, বাংলাদেশে ভুয়া খবর, গুজব ও অপতথ্য প্রতিরোধে এবং সত্য তথ্য যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে।