বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১০:৩০

ঢাবি ভিসির বরাতে ভুয়া তথ্যের অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বরাতে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হচ্ছে যে, মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খান এমন কোন সিদ্ধান্ত নেননি। এর আগে গত বছর সেপ্টেম্বরে একই ধরনের ভিত্তিহীন তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা ব্যাপক হারে বেড়েছে। এসব বিষয়ে নজর রেখে ফ্যাক্ট চেক করে সত্য তথ্য প্রকাশ এবং গুজব প্রতিরোধে নিয়মিত কাজ করছে ফ্যাক্টওয়াচ।