শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে ‘মায়ের চোখে জল’ ও ‘লালন ফকির’।
শুক্রবার, বেলা ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সাহাপাড়া, মাগুরার ‘সংগীত অপেরা’ মঞ্চায়ন করা হবে। যাত্রাপালাটি মঞ্চায়ন করবে ‘মায়ের চোখে জল’। যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন সুজয় সাহা।
একই স্থানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গেন্ডারিয়া ঢাকার ‘বঙ্গশ্রী অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘লালন ফকির’। যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন দেবেন্দ্রনাথ এবং পরিচালনায় রয়েছেন কবির খান।
এদিকে, বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় চলছে যাত্রাপালা প্রদর্শনীর অংশ হিসেবে আজ মঞ্চস্থ হলো ‘নিহত গোলাপ’
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে যাত্রাপালা প্রদর্শনী। এ প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে।
যাত্রা পালার ‘নিহত গোলাপ’-এর কাহিনী সংক্ষেপ/সারসংক্ষেপ : একজন মায়ের ভাগ্যের নির্মম পরিহাস ফুটে ওঠেছে যাত্রাপালাটিতে। কয়েকজন বন্ধু একসাথে পড়াশোনা করে যার মধ্যে ছিলো জমিদারের এক ভগ্নে। যদিও জামিদারের ভাগ্নে লেখাপড়ায় ছিলো খুব অমনুযোগী তথাপিও জমিদারের কারসাজিতে পরীক্ষায় সফলতা অর্জন করে। কিন্তু সেখানে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলো গকুল কিন্তু তাকে ফেল করানো হয়। সে সমাজের নিষ্পেষণে বাড়ীঘর ছেড়ে সমাজ বিরুধী হয়ে যায়। জমিদার পৃতম্ব রায়ের প্রতিশ্রুতিতে হার মেনে শিক্ষক শসীভূষন সহায়-সম্বলহীন হয়ে যায় এবং তাঁর একমাত্র মেয়ে জয়াকে নিয়ে শহরে চলে যায় এবং সেখানে এক পতিতালয়ে তাদের ঠাঁই হয়। সেখানে তার গর্ভে চলে আসে জমিদারের ভাগ্নে অনীমেষের ঔরশজাত সন্তান। পতিতাবৃত্তি করে অনেক কষ্টে সন্তানকে ব্যারিস্টারি পাশ করায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই ছেলের এজলাসেই মায়ের বিচার হয়।