শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মোহাম্মদপুর মাগুরার ‘উর্মি অপেরা’ মঞ্চায়ন করেছে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’।
‘প্রেমের সমাধি তীরে’ যাত্রাপালার পালাকার নির্মল মুখোপাধ্যায় ও পরিচালনায় ছিলেন শামীম খন্দকার।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোকপালন উপলক্ষে স্থগিত হওয়া উৎসবের সমাপনী পর্ব হচ্ছে আজ ২১ থেকে, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।