শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আজ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
ব্যক্তি জীবনে তিনি স্ত্রী ডলি চৌধুরীসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাসস’কে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা জাভেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রিয় কর্মস্থল বিএফডিসিতে নেওয়া হবে। আজ বাদ আসর বিএফডিসি প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জাভেদের স্ত্রী ডলি চৌধুরী সংবাদ মাধ্যমকে বললেন, আজ সকালে জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। তাকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় এনে চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে ‘নয়া জিন্দেগি’ সিনেমার মাধ্যমে জাভেদের অভিনয়ে হাতেখড়ি। সিনেমাটি মুক্তির আলো পায়নি। কয়েকটি ছবিতে কাজের পর ১৯৭০ সালের ৩০ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ পরিচালিত উর্দু সিনেমা ‘পায়েল’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। একই সঙ্গে বাংলায় নির্মিত ‘নূপুর’ নামের ছবিটি সুপারহিট হয়। এই ছবিতে নায়করাজ রাজ্জাক, শাবানার সঙ্গে জাভেদের উপস্থিতি দর্শকের মন জয় করে নেয়। নব্বই দশক পর্যন্ত ইলিয়াস জাভেদ প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (পাকিস্তান) জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। তারপরে বাংলাদেশে স্থায়ী হন।