বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ২১:৫০

টেকসই অর্থায়ন ও থিম্যাটিক বন্ডে অংশীদারিত্ব জোরদারে বিএসইসি-ইউএনডিপি সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) দেশের পুঁজিবাজারে টেকসই অর্থায়ন ও বিনিয়োগকে জোরদার করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসির ভবনে টেকসই অর্থায়ন ও থিম্যাটিক বন্ড বিষয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইউএনডিপির পক্ষে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপির প্রোগ্রাম বিশেষজ্ঞ ড. মালিহা মুজাম্মিল, দেশীয় অর্থনৈতিক উপদেষ্টা ওয়াইস প্যারে এবং বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, ফারজানা লালারুখসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় দু’পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা বাজার ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করার মাধ্যমে আমরা শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বাজার কাঠামো গড়ে তুলতে কাজ করছি। ইউএনডিপি ও অন্যান্য অংশীদারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি সহায়ক, পূর্বাভাসযোগ্য ও দৃঢ় নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকব।” এছাড়া দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠিত করা, বন্ড বাজারের উন্নয়ন এবং থিম্যাটিক বন্ডের বিকাশে গুরুত্ব দেয়া হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “বাংলাদেশে থিম্যাটিক বন্ডের মাধ্যমে উচ্চ প্রভাবসম্পন্ন পরিবেশগত ও সামাজিক বিনিয়োগে দীর্ঘমেয়াদি পুঁজি আহরণের বিশাল সম্ভাবনা রয়েছে। বিএসইসির সঙ্গে অংশীদারিত্বে আমরা এই বাজারকে আরও শক্তিশালী ও সহায়ক করতে প্রতিশ্রুতিবদ্ধ।”