শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন ও সূচকে উল্লেখযোগ্য উল্লম্ফন লক্ষ্য করা গেছে। এদিন মোট ৩৯১টি কোম্পানির ১৮ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৫২২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৬৯৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৫৩৫ টাকা।
ডিএসই সূত্র জানায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৯ দমমিক ৮২ পয়েন্ট বেড়ে ৫,১৪০ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১,৯৭৬ দশমিক ৯৪ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১,০৩৪ দশমিক ৪৩ পয়েন্টে উন্নীত হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২৪৯টির শেয়ারের দর বেড়েছে, ৮৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০ কোম্পানি ছিল- ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, সিভিও পিআরএল, সিটি ব্যাংক, ফাইন ফুডস, এডিএন টেলিকম, ডমিনেজ স্টিল, সোনালী পেপার, এশিয়াটিক ল্যাব এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইসলামি ব্যাংক, এডিএন টেলিকম, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, এক্সিম ১ম মিউচ্যুয়াল ফান্ড, মোজাফ্ফ হোসেন স্পিনিং মিলস, নাভানা ফার্মা, এশিয়াটিক ল্যাব, এপেক্স ট্যানারি এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, অ্যাপোলো ইস্পাত, ইন্টারন্যাশনাল লিজিং, ১ম জনতা মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ডমিনেজ স্টিল।
ডিএসই সূত্র জানায়, আজ ক্যাটাগরি ভিত্তিক লেনদেনে অংশ নেওয়া ‘এ’ শ্রেণির ২০৬টি কোম্পানির মধ্যে ১৩৪টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮১টির মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১৭টির দর কমেছে এবং ৭টির দর অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৪টির মধ্যে ৫৮টির দর বেড়েছে, ২০টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।
ডিএসইতে আজ মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টির মধ্যে ১৭টির দর বেড়েছে, ৪টির দর কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।
করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ২টির মধ্যে ১টির দর বেড়েছে এবং ১টির দর কমেছে।
এছাড়া সরকারি সিকিউরিটিজ খাতে লেনদেন হওয়া ৩টির মধ্যে ১টির দর বেড়েছে এবং ২টির দর কমেছে।