বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২২:৩৩
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২২:৩৬

‘গালফুড-২০২৬’ এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

ছবি; সংগৃহীত

দুবাই, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক খাদ্য ও পানীয় বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে আজ বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় প্রদর্শনী ‘গালফুড-২০২৬’-এ বাংলাদেশের সরকারি প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে।

দুবাই এক্সিবিশন সেন্টারের (ডিইসি) সাউথ হল-১২-এ অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নটি উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিভিন্ন দেশে রপ্তানি ত্বরান্বিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইপিবি এই অংশগ্রহণে অর্থায়ন করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গালফুডের ৩১তম এই আসরটি ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডিডব্লিউটিসি) এবং দুবাই এক্সিবিশন সেন্টারে (ডিইসি) একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনে ১৯০টিরও বেশি দেশ থেকে ৮ হাজার ৫০০-এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় প্রস্তুতকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

এতে বাংলাদেশের ৩৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ৭২ জন প্রদর্শক অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদ-উজ্জামান, ইপিবি’র পরিচালক (মেলা) মো. ওয়ারেস হোসেন, কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ প্যাভিলিয়নে প্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত খাদ্য, স্ন্যাকস, মশলা, চাল, বিভিন্ন ধরনের পানীয় এবং অন্যান্য কৃষিভিত্তিক মূল্য সংযোজিত পণ্যের এক বিশাল সম্ভার প্রদর্শন করা হচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, এই পাঁচ দিনের মেলায় তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী, ক্রেতা এবং পাইকারি বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।