বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৫৯

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, রেজাল্ট নিয়ে ফিরবেন: কায়কোবাদ

সোমবার কুমিল্লার মুরাদনগরে বেগম সুফিয়া শওকত কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: বাসস

কুমিল্লা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করবেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন।

আজ সোমবার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, মিথ্যা মামলার শিকার হয়ে ১৩ বছর দেশের বাইরে থাকতে হয়েছে আমাকে। অতীতের মতো আগামীতেও বিএনপির পাশে থাকতে জনগণকে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের রায়ে সরকার গঠন করার সুযোগ পেলে বিএনপি জনপ্রত্যাশা পূরণ করবে, ইনশাআল্লাহ।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, আমজাদ আলী তসু, জহির সিদ্দিকী, জামাল হোসেন প্রমুখ।

ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জনসভায় অংশগ্রহণ করতে আসার পথে উপজেলার নবীপুর, মোচাগাড়া, যাত্রাপুর, মির্জাপুর, গাজীপুর, চাপিতলায়ও পথসভায় বক্তব্য দেন। পথসভায় নারী- পুরুষ ও তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল। যাত্রাপথে সড়কের দুই পাশে হাত উঁচিয়ে সালাম জানান উৎসুক জনতা।