বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:১৯

কাস্টমস দিবস যেন শুধু আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয় : এনবিআর সদস্য মোয়াজ্জেম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কাস্টমস দিবস যেন শুধু আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেছেন, আমরা আড়ম্বর করি, কাজ করি না। শুরু করি, শেষ করি না। তাই দায়িত্ব পালনে কাস্টমসের সকলকে আরও সিরিয়াস হতে হবে।

আজ সোমবার রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় বাংলাদেশ কাস্টমস’ প্রতিপাদ্যে এবার কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড. মো. নেয়ামুল ইসলাম। 

অনুষ্ঠানে বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এনবিআর সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা অনেকদূর এগিয়ে এসেছি। আমরা এগোচ্ছি, এটাতে কোনো সন্দেহ নেই। তবে আমার মনে হয় যে গতিতে এগোনোর কথা, সেটা পারছি না।

তিনি বলেন, আমি আশাবাদী, নতুন প্রজন্ম আমাদের চেয়ে অনেক বেশি দক্ষ। আমি আশা করি, তাদের হাত ধরে আমাদের কাঙ্ক্ষিত সাফল্যের যে বন্দর তাতে নোঙর করতে পারব। জনগণের আস্থা অর্জন করতে পারব।

মোয়াজ্জেম হোসেন বলেন, মোবাইলে স্ক্রলিং করছিলাম। দেখলাম একজন বিদেশি বিনিয়োগকারী অভিযোগ করছেন, তোমরা বিনিয়োগ বিনিয়োগ করো, বিনিয়োগের জন্য রোড শো করো। কিন্তু এখানে আসার পর তাদের তিক্ত অভিজ্ঞতা হয়। সেটা আমরা স্বীকার করি বা না করি। তখন কিন্তু তাদের বিনিয়োগ, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়। আমার মনে হয় এখানে আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা এসে আশান্বিত হন। তারা যাতে আশাহত না হন। বিদেশি বিনিয়োগকারীরা যখন অনুকূল পরিবেশ পাবেন, তখন তারা আমাদের অ্যাম্বাসাডর হবেন

সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান যদি পাবলিক ট্রাস্ট ও কনফিডেন্ট অর্জন করতে না পারে, আমরা যদি জনগণের আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধা অর্জন করতে না পারি ,তাহলে আমাদের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হবে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় অধিকতর দায়িত্বশীল ও দেশপ্রেমিক হতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে উন্নয়নের যাত্রা ত্বরান্বিত করতে হবে। মাইন্ডসেট পরিবর্তন করতে হবে।
 
তিনি আরও বলেন, যারা সেবা দিচ্ছি, যারা নিচ্ছেন সবাই দেশের নাগরিক। কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করি, হৃদয়ে ধারণ করি, তাহলে আমাদের উন্নত দেশ হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদ, কাস্টমস বন্ড কমিশনার মো. মাহফুজুল হক ভূঞা, কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. ফজলুল হক, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন।