শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) কর্মকর্তাদের জন্য ১৫ সপ্তাহ ব্যাপী চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে বিডা কনফারেন্স রুমে বিডা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল সাড়ে তিনটায় বিডা’র কনফারেন্স কক্ষে (লেভেল-২) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী সদস্য মোহম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডা’র পরিচালক মো. মারুফুল আলম। উদ্বোধনী পর্বে বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতার সাফল্য ও অগ্রগতি তুলে ধরে প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের লোকাল ডিরেক্টর অধ্যাপক বুলবুল আশরাফ সিদ্দিকী। তিনি বলেন, চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মাধ্যমে বাংলাদেশি কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরও কার্যকর ও ফলপ্রসূ যোগাযোগ স্থাপন করতে পারবেন, যা দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।
চীনের বাংলাদেশ দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের, বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক। ভাষা শিক্ষা এই সম্পর্ককে আরও গভীর করবে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব খান বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতি প্রসারে কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের জন্য এই কোর্স বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মোহম্মদ হুমায়ুন কবির বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের চীনা ভাষায় প্রাথমিক দক্ষতা অর্জন বিনিয়োগ সেবা প্রদান ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের তৃতীয় সচিব শিয়া দাওজিং, কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মিস মা শিয়াওইয়ান, চীনা শিক্ষক হুয়াং সিনরান ও মিস লি ইউয়ানশি।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪টা থেকে বিডা’র প্রশিক্ষণ কক্ষ-১ (লেভেল-১)-এ চীনা ভাষা কোর্সের প্রথম দিনের ক্লাস শুরু হয়। এই কোর্সে বিডা’র ৩০ জন, বেজা’র ৪ জন এবং বেপজা’র ৪ জন কর্মকর্তাসহ মোট ৩৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ১৫ সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতি রবিবার ও বুধবার বিকাল ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।