শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): চলতি অর্থবছরের জানুয়ারি মাসের ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ৬১৮ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৬৭৬ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৮৮৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ হাজার ৪৫৩ মিলিয়ন ডলার।