বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:২৪

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি

ফাইল ছবি

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব প্রধান সূচকে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। ডিএসইএক্স সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০৮০.৫৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ০.১৬৬১৯ শতাংশ বেশি। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,০২২.০০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ০.৪২৬৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্লু-চিপ কোম্পানিগুলোর ডিএস৩০ সূচক ২.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯৫০.৩৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ০.১৩১৮৭ শতাংশ বেড়েছে।

লেনদেনের সারসংক্ষেপে দেখা যায়, সোমবার মোট ১ লাখ ৬৩ হাজার ৬৮৩টি লেনদেনে ১৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার ৪৯৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯২ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৪৯৪ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির দাম বেড়েছে, ১৮৯টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৮৫টির দাম। 

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির মধ্যে ৬০টির দর বেড়েছে, ১০৬টির কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৮১টির মধ্যে ২২টির দর বেড়েছে, ৪২টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটাগরিতে ১০৪টির মধ্যে ৩৪টির দর বেড়েছে, ৪১টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।

মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৪টির মধ্যে ৩টির দর বেড়েছে, ৯টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল। করপোরেট বন্ডে একটি এবং সরকারি সিকিউরিটিজে দুটি ইন্সট্রুমেন্ট লেনদেন হয়েছে।