শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেন শেষে সূচকসমূহে মিশ্র ও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেনের চাপ ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে প্রধান সূচকগুলো সামান্য কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৩ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০৫ দশমিক ৮৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে ৩ দশমিক ২৯ পয়েন্ট, অবস্থান করছে ১,০২৭ দশমিক ৬৮ পয়েন্টে। অপরদিকে, ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমে দাঁড়িয়েছে ১,৯৬৪ দশমিক ৩১ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় ৬ দশমিক ১৭ পয়েন্ট কম।
ডিএসইতে আজ ১ লাখ ৮১ হাজার ২৫৬ টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮৯টি কোম্পানির ১৯ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৮৪৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৩২ টাকা। লেনদেনকৃত কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত ছিল ৬১টির।
আজ ডিএসইতে ‘এ ’ক্যাটাগরিতে ৬৩টি কোম্পানির দাম বেড়েছে, ১১৩টির কমেছে এবং ৩১টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৩২টি কোম্পানির দাম বেড়েছে, ৩৬টির কমেছে এবং ১০টির অপরিবর্তিত রয়েছে। জেড ক্যাটাগরিতে ৪১টি কোম্পানির দাম বেড়েছে, ৪৩টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত রয়েছে।
এছাড়া মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৪টি ইউনিট লেনদেন হয়, এর মধ্যে ২টির দাম বেড়েছে, ১৯টির কমেছে এবং ১৩টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডে ২টি ইস্যু লেনদেন হলেও কোনো মূল্য পরিবর্তন হয়নি। এছাড়া সরকারি সিকিউরিটিজে ২টি ইস্যু লেনদেন হয়, যার মধ্যে ১টির দাম বেড়েছে এবং ১টির কমেছে।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, প্রগতি ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি এবং সামিট এলায়েন্স পোর্ট।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্যাফোডিল কম্পিউটার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রহিমা ফুড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীণ স্কিম-২।
দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো- আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং, রিলায়েন্স-১, ১ম জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফআইএফ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি, এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড।
বাজার সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগকারীদের সতর্কতা ও লাভ তুলে নেওয়ার প্রবণতার কারণে আজ শেয়ারবাজারে এই মিশ্র ও নিম্নমুখী চিত্র দেখা গেছে।