শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।