বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ০০:১৪

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৬৬৯ কোটি টাকা ছাড়াল

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস) : সপ্তাহের কার্যদিবসে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির ২০ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ১৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৬৯ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৭৯৫ টাকা।

সূচক অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৮ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্টে উন্নীত হয়েছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি : ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি : ড্যাফোডিল কম্পিউটারস, শাইনপুকুর সিরামিকস, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, বিডি অটোকারস এবং এশিয়া ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি : এপেক্স ট্যানারি, রিজেন্ট টেক্সটাইল, বিডি ওয়েল্ডিং, নূরানী ডায়িং, সিএনএ টেক্সটাইল, আইসিবি ইসলামী ব্যাংক, এফবিএ আইএফ, মাইডাস ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালস।