বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৯:১১

তারেক রহমানকে বরণের জন্য সিলেট প্রস্তুত

ছবি: বাসস

সিলেট, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): হযরত শাহজালাল (রহ.) সহ অসংখ্য অলি-আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। 

দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটি তার প্রথম সমাবেশে অংশগ্রহণ। একই সাথে প্রায় দীর্ঘ ২২ বছর পর সিলেটে কোন সমাবেশে তার বক্তব্য রাখবেন। ১৯৭৮ সালে এই আলিয়া মাদ্রাসা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য রাখেন এবং ২০১৩ সালে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া সর্বশেষ বক্তব্য দেন। আগামীকাল ২২ জানুয়ারি সকাল ১০ টায় বিশাল এই সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠের পূর্বদিকে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। লম্বায় ৮০ ফুট, চওড়ায় প্রায় ৩০ফুট এবং ৬ফুট উচ্চতায় তৈরি হচ্ছে বিশাল এই মঞ্চ। 

আজ বুধবার বিকেল থেকেই মঞ্চের সামনে উৎসাহী নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেট ও সুনামগঞ্জ বিএনপির সবধরনের প্রস্তুতি প্রায় শেষ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজও নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল, লিফলেট বিতরণ হয়েছে।

আলিয়ার সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এমন প্রত্যাশায় ইতোমধ্যে প্রচার-প্রচারণাও চলছে। মঞ্চ নির্মাণ, প্যান্ডেল, মাইক, স্বেচ্ছাসেবক দল, যানবাহন পার্কিংসহ সার্বিক প্রস্তুতি তদারকিতে জেলা নেতৃবৃন্দ একাধিকবার মাঠ পরিদর্শন করেছেন। দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর নিয়ে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যে তাঁর এই সিলেট সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। তাঁর সফরকে স্বাগত জানিয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে স্বাগত ব্যানার ফেস্টুন। চলছে মাইকিং।