বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

নির্দিষ্ট ধরনের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিতের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্থানীয় বস্ত্রকল মালিকদের সুরক্ষার জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)অনুরোধ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়।

গত সপ্তাহে রাজস্ব বোর্ডে পাঠানো এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় সুতা উৎপাদনকারীদের সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে।

টেক্সটাইল শিল্পে ‘কাউন্ট’ বলতে সুতা কতটা মোটা বা পাতলা তার পরিমাপ বোঝায়। ১০ থেকে ৩০ কাউন্টের সুতা মাঝারি থেকে মোটা হিসেবে বিবেচিত হয় এবং এটি নিট পোশাক উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

বহুল ব্যবহৃত এই সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা স্থগিত করা অথবা ২০ শতাংশ শুল্ক আরোপ করার জন্য সরকারকে সুপারিশ করতে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে অনুরোধ জানায়।

বিটিএমএ জানায়, টেক্সটাইল খাতে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে এবং প্রতিবেশী একটি দেশ থেকে সস্তা সুতার আমদানির কারণে এই খাতের কিছু মিল বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে।

প্রতিবেশী দেশ থেকে আসা ভর্তুকিপ্রাপ্ত সুতার আমদানি থেকে দেশীয় স্পিনিং মিলগুলোকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন নীতিগত বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ, শুল্কমুক্ত সুতা আমদানিতে লাগাম টানা এবং স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহারে উৎসাহ দিতে প্রণোদনা প্রদান।