শিরোনাম

রংপুর, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন বিগত সময়ে নির্বাচনের প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশ গ্রহণ করতে পারেনি।
বর্তমানে দেশের জনগণ, রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলে নির্বাচনের জন্য যখন প্রস্তুত, তখন আমরাও নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
তিনি রোববার সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জীভূত করে ২০২৪ সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল পরিবর্তন।
কোটা সংস্কার দিয়ে আন্দোলন শুরু হলেও ছাত্র-জনতা রাষ্ট্রীয় অত্যাচার ও বর্বরতার মুখোমুখি হয়েছিল। তখন থেকেই একটা পরিবর্তনের দাবি ওঠে। সেই দাবির প্রেক্ষিতেই গণঅভ্যুত্থান হয় এবং সরকারের পরিবর্তন হয়।
তিনি বলেন, আমরা বড় তিনটা এজেন্ডা নিয়ে প্রথম থেকেই কাজ করছি। তা হলো- সংস্কার, বিচার ও নির্বাচন। পরবর্তীতে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশন গঠন করা হয়। সেই সংস্কার কমিশনের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যাচাই-বাছাই শেষে জুলাই সনদ প্রস্তুত করা হয়। জুলাই সনদ দীর্ঘদিন পর্যালোচনা করে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়। জুলাই সনদের বড় দাগের প্রশ্ন নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে ও লক্ষ্যে হয়েছিল, জুলাই পরবর্তীতে মানুষের মনে যে আশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এরপরে তিনি শিল্পকলা মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার : শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।