বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪১

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গ্রিনল্যান্ড দখল প্রচেষ্টার বিরোধিতা করায় ইউরোপীয় মিত্রদের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্পের এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ ভুল’ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ‘ন্যাটো মিত্রদের সম্মিলিত নিরাপত্তার স্বার্থে কাজ করা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা একেবারেই ভুল। আমরা অবশ্যই সরাসরি মার্কিন প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি যে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পুরো ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার হুমকি মোকাবিলায় এই অঞ্চলের বিভিন্ন অংশে মিত্র দেশগুলোর আরও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।’