বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ২২:৫৩

নেগেটিভ ইক্যুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয়ের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস) : ১৪ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয়ে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সভায় স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের পক্ষ থেকে কমিশনের নিকট দাখিলকৃত বোর্ড অনুমোদিত নেগেটিভ ইক্যুইটি ও অবাস্তবায়িত লোকসানের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় সংক্রান্ত কর্মপরিকল্পনা বিবেচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সময়বর্ধিত সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার ইস্ট শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইমতিয়াজ হুসাইন সিকিউরিটিজ লিমিটেড, মন্ডল সিকিউরিটিজ লিমিটেড, এম এ এইচ সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড, শাকিল রিজভী স্টক লিমিটেড, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, এনওয়াই ট্রেডিং লিমিটেড, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ সিকিউরিটিজ অ্যান্ড স্টকস লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

কমিশন সূত্র জানায়, স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের পক্ষ থেকে কমিশনের নিকট দাখিলকৃত বোর্ড অনুমোদিত কর্মপরিকল্পনা বিবেচনাপূর্বক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নেগেটিভ ইক্যুইটি ও অবাস্তবায়িত লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা কমিশনের আদেশ (বিএসইসি/এসএমএমআইডি/এনই/এপি/২০২৫/১০৮৮/৬২৯; তারিখ: ১৩ নভেম্বর ২০২৫) পরিপালন সাপেক্ষে বর্ধিত করা হয়েছে।

বর্ধিত সময়কালে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিট সম্পদ ঘাটতি সংক্রান্ত বিধান পরিপালনে সাময়িক শিথিলতা প্রযোজ্য থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত আদেশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটের ‘সিকিউরিটিজ আইন’ মেনুর ‘সিকিউরিটিজ আইন, বিধি ও প্রবিধান’ উপ-মেনুতে পাওয়া যাবে।