বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯

বিএসইজেড-এ ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান লিডার্স লেবেল

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): দেশের টেক্সটাইল ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ) কোং লিমিটেড আজ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড)-এর সঙ্গে জমি লিজ চুক্তি স্বাক্ষর করেছে। 

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে এ নিয়ে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ) কোং লিমিটেড চীনের ঝেজিয়াং প্রদেশের হুজৌ শহরভিত্তিক হুজৌ লিংশিয়ান সিল্ক রিবন কোং লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ট্যাগ, লেবেল ও আরএফআইডি সমাধান প্রদানে সুপরিচিত এবং আন্তর্জাতিক পোশাক, টেক্সটাইল ও রিটেইল ব্র্যান্ডসমূহের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আধুনিক উৎপাদন সক্ষমতা ও উদ্ভাবন নির্ভর কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ট্রেসেবিলিটি, ব্র্যান্ডিং এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় সহায়ক উচ্চমানের পণ্য উৎপাদনে বিশেষ সুনাম অর্জন করেছে।

বিএসইজেড-এর কৌশলগত অবস্থান, আধুনিক অবকাঠামো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বিবেচনায় নিয়ে লিডার্স লেবেল ম্যাটেরিয়াল বাংলাদেশে তাদের প্রথম উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য এই অর্থনৈতিক অঞ্চলকে নির্বাচন করেছে। চুক্তির আওতায় বিএসইজেড-এর অভ্যন্তরে প্রতিষ্ঠানটিকে ১ হেক্টর (১০ হাজার বর্গমিটার) জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রস্তাবিত এই প্রকল্পে প্রাথমিকভাবে আনুমানিক ১৫ থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও বিএসইজেড-এর ওপর প্রতিষ্ঠানের আস্থার প্রতিফলন।

এই কারখানা স্থাপনের মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল অ্যাক্সেসরিজ খাতে। প্রকল্পটি পরিবেশবান্ধব, রপ্তানিমুখী ও উচ্চমূল্য শিল্প আকর্ষণের ক্ষেত্রে বিএসইজেড-এর দীর্ঘমেয়াদি লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড), যা ‘জাপানিজ ইকোনমিক’ জোন নামেও পরিচিত, বাংলাদেশ সরকার ও জাপান সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সরকার-টু-সরকার (জি-টু-জি) অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তত্ত্বাবধানে পরিচালিত এই অঞ্চলটি বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা কার্যক্রমের আওতায় গড়ে তোলা হয়েছে।

এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য বৈচিত্র্যময় শিল্প স্থাপনের সুবিধা সম্প্রসারণ, জাপানি এবং স্থানীয় বিনিয়োগ আকর্ষণে অনুকূল পরিবেশ তৈরি করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা।