বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

ডিএসইতে সূচকের মিশ্র গতি, লেনদেন ৩৮৬ কোটি টাকা

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের মিশ্র গতি দেখা গেছে। 

আজ প্রধান সূচক সামান্য বেড়েছে, তবে বাজারে দরপতন ও দরবৃদ্ধির সংখ্যায় কাছাকাছি অবস্থান লক্ষ্য করা গেছে। ডিএসইতে আজ ১ লাখ ৩২ হাজার ৫টি ট্রেডের মাধ্যমে মোট ১২ কোটি ৬১ লাখ ১৭ হাজার ২০০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যার আর্থিক মূল্য দাঁড়ায় ৩৮৬ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৮৯৮ দশমিক ৪৫ টাকা।

ডিএসই সূত্র জানায়, আজ ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার।

আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৪,৯৪৬ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১,৮৯৯ দশমিক ১৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ২০ পয়েন্ট কমে ৯৯ দশমিক ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। 

শ্রেণিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরিতে ২০৩টি কোম্পানির মধ্যে ৯৮টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৪২টি অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮২টির মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। ‘জেড’ ক্যাটাগরিতে ১০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

এছাড়া মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টির মধ্যে দর বেড়েছে ৫টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি। করপোরেট বন্ড খাতে  লেনদেন হওয়া একটি বন্ডের দর অপরিবর্তিত ছিল। 

সরকারি সিকিউরিটিজে লেনদেন হওয়া ৩টির মধ্যে একটির দর বেড়েছে এবং দুইটির দর কমেছে।

ডিএসইতে আজ লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি (টাকায়): স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, সিটি ব্যাংক, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এসিআই, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএনআইসি এল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং বিজিআইসি।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো: প্রিমিয়ার লিজিং, বিচ হ্যাচারি, বিআইএফসি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল লিজিং, জিকিউ বল পেন, আলহাজ টেক্সটাইল, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১ এবং জাহিন স্পিনিং মিলস।