বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে গত দু'দিনে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

ছবি : বাসস

দিনাজপুর, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসতে শুরু করেছে।

দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুর আড়াই টা পর্যন্ত ভারত থেকে ৩টি আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, মেসার্স এম আর এন্টারপ্রাইজ এবং মেসার্স মোজাম্মেল হক এন্টারপ্রাজ এই ৩ টি প্রতিষ্ঠানের ৪ টি আমদানিকৃত পেঁয়াজের ট্রাক হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেক ট্রাকে ৩০ মেট্রিক্স টন করে ১২০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। 

তিনি বলেন, গতকাল রোববার সন্ধ্যার পর আমদানিকারক রকি এন্টারপ্রাইজের একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

তিনি আরো বলেন, দু'দিনের ব্যবধানে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে কেজি প্রতি ৫০ টাকা করে পেঁয়াজের দাম কমে গেছে বলে তিনি নিশ্চিত করেন।

আজ দুপুরে হিলি স্থল বন্দর কাস্টম বিভাগের উদ্ভিদ নিরোধ কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, গতকাল রোববার সন্ধ্যার পর এবং আজ দুপুর পর্যন্ত ৫টি ট্রাকে ৩০ মেট্রিক টন করে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ এখন পর্যন্ত দেশে প্রবেশ করেছে। আমদানিকৃত পেঁয়াজ কাঁচামাল হওয়ায় পেঁয়াজের ট্রাক গুলো দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ৫০ জন আমদানি কারক ব্যবসায়ীকে মোট ৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই স্থলবন্দর দিয়ে এই পেঁয়াজ নিয়ে আসা প্রক্রিয়াধীন রয়েছে। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় গত দু'দিনে কেজিতে ৫০ টাকা করে দাম কমেছে।

আমদানিকারক মোজাম্মেল হক বলেন, ভারতে প্রতি কেজি পেঁয়াজ ডলার হিসাবে ৩০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। বন্দরের ট্যাক্স, ট্রাক ভারা দেওয়ার পর প্রতি কেজি পেঁয়াজ প্রায় ৩৯ টাকা পড়ে যায়।

তিনি বলেন, আজকের আমদানি করা পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করা হয়েছে। ফলে হিলি স্থল বন্দরে গত দু'দিন আগে যে পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজ সেই খুচরা বাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

আমদানি কারক মো. রুবেল হোসেন জানান, পেঁয়াজের ভরা মৌসুমে সিন্ডিকেটের মাধ্যমে দেশে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল। তাই সরকার দেশি পেঁয়াজের বাজার দর স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ জামদানির অনুমতি দিয়েছে। আমদানি কার্যক্রম চলমান থাকলে, দেশের বাজারে পেঁয়াজের বাজার দর স্থিতিশীল থাকবে বলে, তিনিসহ আমদানিকারক সংশ্লিষ্ট সকলেই আশ্বস্ত করেন।