বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ২৩:২৯

নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১.৩৭ শতাংশ 

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাসে ২.৮৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৩১.৩৭ শতাংশ বেশি।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসে প্রবাসীরা দেশে ২.২০ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন।

গত অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ রেমিট্যান্স প্রবাহে ক্রমবর্ধমান ধারা লক্ষ্য করা যাচ্ছে। এই অর্জন একাধিক কারণে সম্ভব হয়েছে। 

শিল্প সংশ্লিষ্টরা জানান, এসব কারণের মধ্যে রয়েছে সরকারি ও অনানুষ্ঠানিক বিনিময় হারের মধ্যে ব্যবধান কমে আসা এবং অর্থপাচার দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ।

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর সময়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১৩.০৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১.১৩ বিলিয়ন ডলার।