শিরোনাম

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর সঙ্গে সহযোগিতা আরো জোরদারের এবং নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকটি বিমসটেক-এর মতো আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার কথা জানিয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে গত ৬ থেকে ৭ নভেম্বর ম্যানিলায় সফরকালে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্ডা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়।
মহাসচিব পাণ্ডে বিমসটেক ট্রান্সপোর্ট কানেক্টিভিটি মাস্টার প্ল্যান, গ্রিড ইন্টারকানেকশন মাস্টার প্ল্যান, বিমসটেক ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিকস স্টাডি এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচিসহ আঞ্চলিক কাঠামো উন্নয়নে এডিবির দীর্ঘদিনের সহায়তার প্রশংসা করেন।
এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্ডা অংশীদারিত্বের আওতায় অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং টেকসই উন্নয়ন, সহনশীলতা এবং বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিমসটেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
বিমসটেক মহাসচিব এডিবি’র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইয়িংমিং ইয়াং এবং আরেক ভাইস প্রেসিডেন্ট (সেক্টরস অ্যান্ড থিমস) ফাতিমা ইয়াসমিনের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক আগ্রহের ভিত্তিতে অগ্রাধিকার খাতে সহযোগিতা আরো জোরদারে সম্মত হন।
তারা বিমসটেক-এর উন্নয়ন কর্মসূচি এবং এডিবি’র আঞ্চলিক কৌশলের মধ্যে ক্রমবর্ধমান একমুখী হওয়ার বিষয়টি উল্লেখ ধরেন।
ইন্দ্র মণি পাণ্ডে অংশীদারিত্ব আরো গভীর করতে কারিগরি সহায়তা অনুদান বৃদ্ধি এবং প্রকল্পভিত্তিক সহযোগিতা বিবেচনার আহ্বান জানান।
তিনি বলেন, বিমসটেক ও এডিবি’র মধ্যে সহযোগিতা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সংহতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যানিলা সফরকালে বিমসটেক মহাসচিব ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতার অগ্রগতির বিষয়ে তাকে জানান। তারা ২০২৬ সালে আসিয়ান চেয়ারম্যানশিপ গ্রহণে ফিলিপাইনের প্রস্তুতির প্রেক্ষাপটে বিমসটেক ও আসিয়ানের ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা করেন।
বিমসটেক বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের সাতটি সদস্য দেশ— বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে গঠিত। সংস্থাটি সংযোগ, বাণিজ্য, জ্বালানি, জলবায়ু সহনশীলতা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতায় কাজ করে।