শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ইকুইটি সিকিউরিটিজ গণ প্রস্তাব বিধিমালা-২০২৫ এর খসড়া প্রকাশ করেছে। পুঁজিবাজারের স্বচ্ছতা বাড়ানো, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং শেয়ার ইস্যুর প্রক্রিয়া আধুনিকায়নের লক্ষ্যেই এই খসড়া প্রস্তুত করা হয়েছে।
খসড়াটি ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বাজার সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত, পরামর্শ বা আপত্তি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।