বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ২২:০১

এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নির্মাণকারী মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠান এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানি হিসেবে ইতিহাস গড়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

আজ বুধবার ওয়াল স্ট্রিটে (মার্কিন শেয়ারবাজার) লেনদেন শুরুর সময় এনভিডিয়ার শেয়ারমূল্য ৪ দশমিক ৯১ শতাংশ বেড়ে প্রতি শেয়ার ২১০ দশমিক ৯০ ডলারে পৌঁছায়। ফলে কোম্পানির বাজার মূলধন প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে উদ্ভাবন ও প্রবৃদ্ধির বিশাল সম্ভাবনা তৈরি করবে, বিনিয়োগকারীদের এই গভীর আস্থার কারণেই এমনটা সম্ভব হয়েছে।