বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ২২:০১

ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির ১২ কোটি ১৫ লাখ ৭ হাজার ৮২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৪ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২৩১ টাকা।

প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪০.১২ পয়েন্ট কমে ৫০৮৬.৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ১৭.৪৯ পয়েন্ট কমে ১৯৬৯.২০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.০৭ পয়েন্ট কমে ১০৭২.৭০ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেনকৃত ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।

ক্যাটাগরি ভিত্তিক লেনদেন : 

‘এ’ ক্যাটাগরি : ২২১টি কোম্পানির মধ্যে ৪৩টির দর বেড়েছে, ১৫০টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত। ‘বি’ ক্যাটাগরি: ৮০টির মধ্যে ২০টির দর বেড়েছে, ৫২টির কমেছে এবং ৮টি অপরিবর্তিত। ‘জেড’ ক্যাটাগরি: ৯৫টির মধ্যে ১৮টির দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ১৯টি অপরিবর্তিত। ‘এন’ ক্যাটাগরি: আজ কোনো লেনদেন হয়নি।

অন্যান্য সিকিউরিটিজ : 

মিউচ্যুয়াল ফান্ড: ৩৪টির মধ্যে ১টির দর বেড়েছে, ২০টির কমেছে এবং ১৩টি অপরিবর্তিত। কর্পোরেট বন্ড: ৪টির মধ্যে ২টির দর বেড়েছে, ১টির কমেছে এবং ১টি অপরিবর্তিত।

সরকারি সিকিউরিটিজ : ২টির উভয়ের দর বেড়েছে।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি : ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, আনোয়ার গ্যালভানাইজিং, প্রগতী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি : আনোয়ার গ্যালভানাইজিং, বিডিকম অনলাইন, স্যালভো কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি, তশরিফ ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল ও ই-জেনারেশন।

দর পতনের শীর্ষ ১০ কোম্পানি: শার্প ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, এএফসি এগ্রো, প্যাসিফিক ডেনিমস, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল ও বারাকা পাওয়ার।

আজ ডিএসই’র মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৯৯,৪৬১ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৭৬০ টাকা।