বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৯:৪৭

ঢাকা কাস্টমস হাউস ২৪ ও ২৫ অক্টোবর খোলা থাকবে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে দেশের আমদানি, রফতানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে ঢাকা কাস্টম হাউস আগামী ২৪ ও ২৫ অক্টোবর (শুক্র ও শনিবার) অফিস খোলা রাখবে।

আজ বুধবার ঢাকা কাস্টম হাউসের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাস্টম হাউস, ঢাকার আওতাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে আগামী শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে।

নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।