শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আইপিও অনুমোদন প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশনের ৯৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।
নতুন এই খসড়া বিধিমালাটি বর্তমানে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) বিধিমালা, ২০১৫-এর পরিবর্তে কার্যকর হবে।
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অংশীজনদের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিতে খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের জন্য সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ করা হবে এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।
প্রস্তাবিত বিধিমালার আওতায় আইপিও অনুমোদন প্রক্রিয়াকে আরও জবাবদিহিমূলক ও স্বচ্ছ করার জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি চূড়ান্ত অনুমোদন দেবে।