শিরোনাম
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশব্যাপী নগদ অর্থের ব্যবহার কমাতে আগামী ১ নভেম্বর থেকে ইন্টারঅপারেবল পেমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যার মাধ্যমে মোবাইল ওয়ালেট, ব্যাংক হিসাব, নন-ব্যাংক হিসাব কিংবা প্রাতিষ্ঠানিক হিসাব থেকে সরাসরি অন্য যেকোনো হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করা যাবে।
এ লক্ষে আজ বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে সকল ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) ন্যশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) কাঠামো ব্যবহার করে এসব আন্তঃসংযুক্ত লেনদেন বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারঅপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, এমএফএস এবং পিএসপি প্রতিষ্ঠানগুলো যথাক্রমে সর্বোচ্চ ০.১৫ শতাংশ, ০.২০ শতাংশ এবং ০.৮৫ শতাংশ পর্যন্ত চার্জ (ভ্যাটসহ) নিতে পারবে।
প্রাপকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না। প্রযোজ্য ফি কেবল প্রেরকের হিসাব থেকেই আদায় করতে হবে এবং অর্থ স্থানান্তরের আগে গ্রাহককে স্পষ্টভাবে তা জানাতে হবে।
ইন্টারঅপারেবল ব্যবস্থায় পরিচালিত ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে। যা সংশ্লিষ্ট ব্যাংক, পিএসপি বা এমএফএস প্রদানকারীর হিসাবের ধরন অনুযায়ী ভিন্ন হবে।
এনপিএসবি কাঠামোর আওতায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পরিচালিত আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে জারি করা পিএসডি সার্কুলার নং-২ অনুযায়ী নির্ধারিত ফি বহাল থাকবে।