শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল।
কাঠমান্ডুর মুলপানিতে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে মাঠে নামবে টাইগ্রেসরা।
‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রকে ২১ রানে, পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে, নামিবিয়াকে ৮০ রানে ও আয়ারল্যান্ডকে ৯ রানে হারায় বাংলাদেশ। ৪ ম্যাচ খেলে ৪টিতে জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠে নিগার সুলতানার দল।
বাংলাদেশের গ্রুপ থেকে আয়ারল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে সুপার সিক্সের টিকিট পায়। ফলে এই দুই দলের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট, সুপার সিক্সে বাংলাদেশের নামের পাশে থাকবে। অর্থাৎ সুপার সিক্সে ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে টাইগ্রেসদের।
‘বি’ গ্রুপে ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার সিক্সে উঠে থাইল্যান্ড। ঐ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। কিন্তু নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি থাইল্যান্ড। এজন্য সুপার সিক্সে খালি হাতে খেলতে নামবে থাইল্যান্ড।
গ্রুপ পর্বে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন শারমিন আক্তার। ৪ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১১৮.১৮ স্ট্রাইক রেটে ১৫৬ রান করেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ১২৩ রান করেছেন সোবহানা মোস্তারি। ১১২ রান করে তালিকার তৃতীয় স্থানে আছেন দিলারা আক্তার।
বোলিংয়ে বাংলাদেশের সফল বোলার স্পিনার রাবেয়া খান। ৪ ইনিংসে ৯৯ রানে ৭ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ৫টি, ফাহিমা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি ৪টি করে উইকেট নেন।
সুপার সিক্সে নিজেদের শেষ দুই ম্যাচে যথাক্রমে- স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কীর্তিপুরে ৩০ জানুয়ারি স্কটিশ এবং পহেলা ফেব্রুয়ারি মুলপানিতে ডাচদের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।
সুপার সিক্সের সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার টিকেট পাবে।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি দল ইতোমধ্যে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে।
বাছাই পর্বের সুপার সিক্সে বাংলাদেশের তিন ম্যাচের সূচি :
২৮ জানুয়ারি : বাংলাদেশ-থাইল্যান্ড, মুলপানি
৩০ জানুয়ারি : বাংলাদেশ-স্কটল্যান্ড, কীর্তিপুর
১ ফেব্রুয়ারি : বাংলাদেশ নেদারল্যান্ডস, মুলপানি