শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মারকুটে ব্যাটার ব্যাটার কুয়েন্টিন স্যাম্পসন ও পেসার শামার জোসেফকে নিয়ে আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে জায়গা পাননি ব্যাটার এভিন লুইস ও পেসার আলজারি জোসেফ।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ১১ জনই আসন্ন বিশ্বকাপের জন্য ক্যারিবীয় দলে আছেন।
সর্বশেষ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৯ ম্যাচে ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ২৪১ রান করেন স্যাম্পসন। ব্যাট হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই ডান-হাতি ব্যাটারের।
কিন্তু অভিষেক সিরিজে ভাল করতে পারেননি স্যাম্পসন। তিন ইনিংসে ১শ স্ট্রাইক রেটে ৩৫ রান করেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ২টি করে চার ও ছক্কায় ২৪ বলে ৩০ রানের ইনিংস খেলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
ইনজুরি থেকে সুস্থ হয়ে আফগানিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেন শামার জোসেফ। ঐ সিরিজে দুই ম্যাচ খেলে মাত্র ১ উইকেট শিকার করেন তিনি। তারপরও বিশ্বকাপ দলে রাখা হয়েছে জোসেফকে। পেস বোলিং বিভাগে জোসেফের সঙ্গী জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেইডেন সিলেস। স্পিন বিভাগে থাকছেন আকিল হোসেন, রোস্টন চেজ ও গুডাকেশ মোতি।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকায় আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক শাই হোপ, রোস্টন চেস, শেরফানে রাদারফোর্ড ও আকিল হোসেন। ঐ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকে। বিশ্বকাপের দলে সবাইকে রাখা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিন ‘সি’ গ্রুপে কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, নেপাল ও ইতালি।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেস, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোতি, শামার জোসেফ, জেইডেন সিলেস, ম্যাথু ফোর্ড।