শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হবে।
গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানায়, দীর্ঘদিনের প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে প্রথমবারের মত নিলামের মাধ্যমে দল সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।
১১তম আসরের নিলামের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি পিসিবি।
নিলামের তারিখ ঘোষণার পাশাপাশি খেলোয়াড়দের পারিশ্রমিকের ভিত্তিমূল্যও পাকিস্তানি রুপিতে নির্ধারণ করেছে পিসিবি। শীর্ষ ক্যাটাগরির ভিত্তি মূল্য ৪২ মিলিয়ন, দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য ২২ মিলিয়ন, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ ভিত্তি মূল্য যথাক্রমে- ১১ মিলিয়ন এবং ৬ মিলিয়ন ধরা হয়েছে।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৬ থেকে ২০ জন খেলোয়াড় দলে রাখতে পারবে। এরমধ্যে বিদেশি ক্রিকেটার রাখা যাবে পাঁচ থেকে সাতজন। দলে নেওয়া সব খেলোয়াড়ের সাথে দুই বছরের চুক্তি করা হবে। সেই সাথে প্রতিটি দলে অন্তত অনূর্ধ্ব-২৩ বছর বয়সী স্থানীয় ক্রিকেটার নিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজি। চার ক্যাটাগরি যথাক্রমে- প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার থেকে একজন করে খেলোয়াড় রিটেইন করার সুযোগ থাকবে। তবে খেলোয়াড়রা কোন ক্যাটাগরিতে থাকবেন সেটি এখনও ঘোষণা করা হয়নি।
আগামী আসরের জন্য নতুন করে আরও দু’টি দল যুক্ত হচ্ছে। তারা হল- হায়দরাবাদ ও শিয়ালকোট। পিএসএলের আগামী আসর হবে আট দলের।
আগামী ১৬ মার্চ পিএসএলের একাদশ আসর শুরু হবে। ৩ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের।