শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে সুপার সিক্স পর্বে গ্রুপ-২এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল।
আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে আউট হন ওপেনার জাওয়াদ আবরার। ৬ রান করেন তিনি।
শুরুর ধাক্কা সামলে উঠতে দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম। ৪৬ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৪টি চারে ৩১ রান তুলেন রিফাত।
একবারেরও জন্য বলকে সীমানা ছাড়া করতে পারেননি আজিজুল। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ২০ রান।
৭১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আজিজুল ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৬ রানে শেষ ৬ উইকেট হারায় জুুনিয়র টাইগাররা।
মিডল অর্ডারে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক মো: আব্দুল্লাহ ও শাহরিয়ার আহমেদ। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। ৩ চারে আব্দুল্লাহ ২৫ এবং শাহরিয়ার আহমেদ ১টি বাউন্ডারিতে ১৮ রান করেন।
ইংলিশ পেসার সেবাস্তিয়ান মরগান ২৮ রানে ৩ উইকেট নেন।