বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২০:০৬

ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল- ফাইল ছবি

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আম্পায়ার্স এডুকেশন পরামর্শদাতা সাইমন টাফেলের পরিচালনায় দুই দিনের ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয়েছে।

বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ম্যাচ কর্মকর্তাদের মান বৃদ্ধির জন্য উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার টাফেল। এজন্য ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য এবং নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসি এলিট প্যানেলের দায়িত্ব পালন করেন টাফেল। আইসিসি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজসহ বড় বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন তিনি। ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন টাফেল। 

২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন টাফেল।