বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৮:২৩

লিভারপুলের সহজ জয়, শেষ ষোলর টিকিট পেল বায়ার্ন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মার্সেইয়ের মাঠে লিভারপুল ৩-০ গোলের সহজ জয় পেয়েছে। অন্যদিকে হ্যারি কেনের জোড়া গোলে ইউনিয়ন সেইন্ট-গিলোয়েসকে ২-০ ব্যবধানে হারিয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে।

আর্নে স্লটের অধীনে লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের জয়ের ধারাবাহিকতা বাড়িয়ে ১৩ ম্যাচে নিয়ে গেছে। গত নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি এইনডোভেনের কাছে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারার পর থেকে রেডসরা আর হারেনি।

আফ্রিকান নেশন্স কাপের পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন মোহাম্মদ সালাহ, তবে তিনি গোলের খাতায় নাম লেখাতে পারেননি। বরং বিরতির ঠিক আগে ডোমিনিক সোবোসলাই দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে পাঠিয়ে লিভারপুলকে এগিয়ে দেন।

৭২ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস গোলরক্ষক জেরোনিমো রুলির গায়ে লেগে জালে প্রবেশ করলে ব্যবধান দ্বিগুন হয়। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় কোডি গাকপো তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ৩৬ দলের লিগ টেবিলে লিভারপুল চতুর্থ স্থানে উঠে এসেছে। আগামী সপ্তাহে কারাবাগকে হারাতে পারলে তারা শেষ ষোলো নিশ্চিত করতে পারবে।

আলিয়াঁজ এরেনায় বেলজিয়ান চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট গিলোয়েসকে পরাজিত করে বায়ার্ন মিউনিখ এক ম্যাচ হাতে রেখেই শীর্ষ আটে থাকা নিশ্চিত করেছে, ফলে তাদের শেষ ষোলোর জায়গাও পাকা হয়ে গেছে। এই তালিকায় বায়ার্ন টেবিল শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে যোগ দিয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। এরপর ৫৫ মিনিটে তিনি নিজেই আদায় করা পেনাল্টি থেকে গোল করেন। স্বাগতিকদের হয়ে কিম মিন-জে লাল কার্ড দেখেন। পরে আরেকটি পেনাল্টি পেয়ে হ্যাটট্রিকের সুযোগ পেলেও কেনের শট পোস্টে লাগে। তবু চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সাত ম্যাচে তার গোল সংখ্যা সাতটি, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি।

সেন্ট জেমস পার্কে পিএসভিকে ৩-০ গোলে হারিয়ে দাপট দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। শুরুতেই ইয়োয়ানে উইসা গোল করেন, এরপর আধা ঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি গর্ডন। ৬৫ মিনিটে হার্ভি বার্নস তৃতীয় গোলটি করেন। লিগ পর্বের শেষ ম্যাচে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে নিউক্যাসল শীর্ষ আটে রয়েছে।

স্ট্যামফোর্ড ব্রিজে সাইপ্রাসের দুর্বল দল পাফোসকে ১-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠেছে চেলসি। ৭৮ মিনিটে মোইসেস কাইসেদোর হেডেই আসে জয়সূচক গোল। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে এটি ছিল চেলসির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ।

বার্সেলোনা পিছিয়ে পড়েও স্লাভিয়া প্রাগকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোর সরাসরি টিকিটের লড়াইয়ে টিকে রয়েছে। ইউরোপে আগের পাঁচ ম্যাচে গোল না করা চেক দলটি ভাসিল কুসেইয়ের গোলে এগিয়ে যায়। এরপর ফারমিন লোপেজ দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেন। তবে দুর্ভাগ্যজনকভাবে রবার্ট লেভানডোস্কির আত্মঘাতী গোলে বিরতিতে স্কোরলাইন ২-২ হয়।

দ্বিতীয়ার্ধেও শুরুতে ডানি ওলমোর দুর্দান্ত গোল বার্সাকে আবার এগিয়ে দেয়। পরে লেভানডোস্কি চলতি মৌসুমে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল করে জয় নিশ্চিত করেন।

ইস্তাম্বুলে গ্যালাতাসারের মাঠে এ্যাথলেটিকো মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে। শুরুতেই জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় এ্যাথলেটিকো। কিন্তু মার্কোস লোরেন্তের আত্মঘাতী গোলে সমতা ফেরে।