শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ডান-হাতি স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিকে এক ম্যাচ বাকী থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান।
গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পেয়েছিল আফগানরা। তিন বারের মোকাবেলায় এই নিয়ে দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল আফগানরা।
আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন মুজিব। ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১ রানে ফিরেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। ভাল শুরু করেও ১৭ বলে ২২ রানে থামেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান।
৩৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর আফগানিস্তানের হাল ধরেন সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলি। তৃতীয় উইকেটে ৭১ বলে ১১৫ রানের জুটি গড়ে আফগানদের বড় সংগ্রহের পথ তৈরি করে তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন। আতাল ২টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৫৩ এবং রাসুলি ৫ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৬৮ রান করেন।
শেষ দিকে আজমতুল্লাহ ওমারাজাইর ১ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে গড়া ১৩ বলে ২৬ রানের অনবদ্য ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান আফগানদের। ম্যাথু ফোর্ড ২ উইকেট নেন।
জবাবে ৭ ওভারে ১ উইকেটে ৩১ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম ওভারের শেষ দুই বলে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ও জনসন চার্লসকে শিকার করে হ্যাটট্রিকের পথ তৈরি করেন আফগানিস্তানের মুজিব। ১৬তম ওভারে আবারও আক্রমণে এসে প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুজিব।
রশিদ খান ও করিম জানাতের পর আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন মুজিব।
২০১৯ সালে আফগানিস্তানের হয়ে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন রশিদ। এরপর ২০২৩ সালে সিলেটে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন জানাত।
মুজিবের হ্যাটট্রিকের পর ১৮.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেটে শিমরোন হেটমায়ার ও কিং ৩৩ বলে ৬৮ রানের জুটি গড়লেও পরের দিকে আর কোন বড় জুটি না হওয়ায় হারতে হয় ক্যারিবীয়দের। দলের পক্ষে অধিনায়ক কিং ৫০ এবং হেটমায়ার ১টি চার ও ৬টি ছক্কায় ১৭ বলে ৪৬ রান করেন।
মুজিব ৪ ওভারে ২১ রানে ৪ এবং ফজলহক ফারুকি ও ওমারজাই ২টি করে উইকেট নেন।
আজ রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।