বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩

সুপার সিক্স নিশ্চিত করার চ্যালেঞ্জ বাংলাদেশের যুবাদের

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এ ম্যাচ জিতলে বা ১ পয়েন্ট পেলে সুপার সিক্সে উঠবে বাংলাদেশ। কিন্তু হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

জিম্বাবুয়ের হারারেতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। 

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। প্রথম ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত। 

বল হাতে বাংলাদেশ পেসার আল ফাহাদ ৯.২ ওভারে ৩৮ রানে ৫ উইকেট নেন। 

বৃষ্টির কারণে ২৯ ওভারে ১৬৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ১২৪ রান তুলে জয়ের লড়াইয়ে টিকে ছিল তারা। কিন্তু ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৩ বল বাকী থাকতে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম সর্বোচ্চ ৫১ এবং রিফাত বেগ ৩৭ রান করেন। 

প্রথম ম্যাচে হারের দৃঃস্মৃতিকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বৃষ্টিতে ম্যাচটিত বন্ধ হবার আগে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১ উইকেটে ৫১ রান তুলেছিল নিউজিল্যান্ড। 

২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। একই অবস্থা যুক্তরাষ্ট্রেরও। ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে যুক্তরাষ্ট্র। তবে রান রেটে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের রান রেট -০.৬২১ রান রেট, অন্যদিকে যুক্তরাষ্ট্রের -৩.১৪৪। 

যুক্তরাষ্ট্রকে হারালেই সুপার সিক্সে উঠবে বাংলাদেশ। পয়েন্ট ভাগাভাগি করলেও সুপার সিক্সে যাবে তারা। 

প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল সুপার সিক্সে যাবে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।