শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ (বাসস) : আফ্রিকান নেশন্স কাপ জয়ের পর সেনেগাল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের বেশি বোনাসের পাশাপাশি উপকূলীয় এলাকায় প্লট দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে।
মঙ্গলবার রাতে রাজধানী ডাকারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিজয়ী ‘লায়ন্স অব তেরাঙ্গা’ দলকে স্বাগত জানাতে হাজারো উচ্ছ্বসিত সমর্থক রাস্তায় নেমে আসে।
দলের ২৮ জন খেলোয়াড় প্রত্যেকে পাবেন ৭ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ (প্রায় ১ লাখ ৩৪ হাজার ৮৯২ মার্কিন ডলার) করে বোনাস। এতে মোট বোনাসের পরিমাণ দাঁড়ায় ২১০ কোটি সিএফএ ফ্রাঁ বা প্রায় ৩৭ লাখ মার্কিন ডলার। পাশাপাশি প্রতিটি খেলোয়াড়কে ১,৫০০ বর্গমিটার আয়তনের জমির প্লট দেয়াার ঘোষণাও দেওয়া হয়েছে।
এ ছাড়া সেনেগাল ফুটবল ফেডারেশনের সদস্যরা পাবেন ৫ কোটি সিএফএ ফ্রাঁ করে বোনাস ও ১,০০০ বর্গমিটার জমির প্লট। মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেওয়া সেনেগাল প্রতিনিধিদলের সদস্যরা পাবেন ২ কোটি সিএফএ ফ্রাঁ এবং ৫০০ বর্গমিটার জমির প্লট।
প্রেসিডেন্ট ফায়ে আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মীরা মোট ৩০ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ বোনাস পাবেন।
রোববার অতিরিক্ত সময়ে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে সেনেগাল চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতে।