শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের এলিমিনেটর ম্যাচ জয়ের জন্য সিলেট টাইটান্সকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান করে রংপুর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারায় রংপুর। দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয় ৪ রান করে, অধিনায়ক লিটন দাস ১ ও কাইল মায়ার্স ৮ রানে আউট হন। এরমধ্যে দুই উইকেট নেন সিলেটের পেসার খালেদ আহমেদ।
এরপর পঞ্চম উইকেটে খুশদিল শাহকে নিয়ে ২৯ বলে ৩৪ এবং ষষ্ঠ উইকেটে নুরুল হাসানের সাথে ২৭ বলে ৩১ রান যোগ করে রংপুরকে চাপ মুক্ত করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু দলীয় ৯৪ রানের মধ্যে খুশদিল ও মাহমুদুল্লাহর বিদায়ে রংপুরের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানের মামুলি সংগ্রহ পায় রংপুর। খুশদিল ১৯ বলে ৩টি ছক্কায় ৩০ এবং মাহমুদুল্লাহ ২টি করে চার-ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন। এছাড়া নুরুলের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান।
সিলেটের খালেদ ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ ২টি করে উইকেট নেন।