বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫

স্বর্ণার ছক্কার রেকর্ড গড়া ম্যাচে সহজ জয় বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ব্যাটার স্বর্ণা আক্তারের ছক্কার রেকর্ড গড়া ম্যাচ সহজে জিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিল বাংলাদেশ দল। 

আজ কির্তিপুরে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ নারী দল ৩০ রানে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। ১টি চার ও ৪টি ছক্কায় ১৪ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন স্বর্ণা।

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এই প্রথম বাংলাদেশের কোন ব্যাটার এক ইনিংসে সর্বোচ্চ চার ছক্কা মারার নয়া রেকর্ড গড়ল। এর আগে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ তিন ছক্কা মেরেছিলেন স্বর্ণা নিজেই। আর টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ তিনটি ছক্কা মারেন আয়েশা রহমান, সানজিদা ইসলাম ও নিগার সুলতানা। 

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৯ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আকতার ও জুয়াইরিয়া ফেরদৌস। প্রথম ব্যাটার হিসেবে আউট হবার আগে জুয়াইরিয়া ১১ বল খেলে ১৭ রান করেন। 

দশম ওভারে সাজঘরে ফিরেন উইকেটরক্ষক দিলারা। ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩৫ রান করেন তিনি। 

এ ম্যাচেও ব্যর্থতার খোলস থেকে বের হতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২ রান করা নিগার এবার ৬ রানে থামেন।

তবে শারমিন আক্তারের ২৮ ও সোবহানা মোস্তারির ৩৪ রানের পর শেষ দিকে স্বর্ণার বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান পায় বাংলাদেশ। ১৪ বল খেলে ১টি চার ও ৪টি ছক্কায় ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ৩৭ রান করেন স্বর্ণা।

পাপুয়া নিউ গিনিকে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বল হাতে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশের বোলাররা। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রান করে ম্যাচ হারে পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ব্রেন্ডা টাউ। 

বল হাতে বাংলাদেশের সাত বোলারের মধ্যে ছয়জনই ১টি করে উইকেট নেন। ঝড়ো ইনিংসের পাশাপাশি ৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্বর্ণা। 

নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছিল বাংলাদেশ। ২ ম্যাচ থেকে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে 
আছে বাংলাদেশ। 

আগামী ২২ জানুয়ারি নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা।