শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
তিনি বলেন, শহীদ জিয়ার জীবন থেকে শৃঙ্খলা, সময়নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের মতো মূল গুণাবলী নতুন প্রজন্মকে শিখতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরও তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন, একটি জাতিকে পুনর্গঠন করতে হলে শৃঙ্খলা অপরিহার্য।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময়নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একবার তিনি একটি সেমিনারে নির্ধারিত সময়ে উপস্থিত হলে, পুরো হল প্রায় খালি ছিল।
এতে তিনি উৎসাহ দিয়ে বলেন, ‘আপনারা অনুষ্ঠান শুরু করুন।’ তিনি সবার অপেক্ষা না করেও অনুষ্ঠান সম্পন্ন করে নিজ কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।
ড. মঈন খানের মতে, শহীদ প্রেসিডেন্টের আত্মবিশ্বাসই ছিল দেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী নেতৃত্বের মূল শক্তি।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা থেকে শুরু করে ৭৫ সালের সিপাহি বিদ্রোহ পর্যন্ত তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে তিনি দৃঢ় আত্মবিশ্বাস প্রদর্শন করেছিলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জন্য সব সময় দূরদৃষ্টি ও দেশের প্রতি ভালোবাসার পরিচয় দিয়েছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
ড. মঈন খান বাংলাদেশের বর্তমান প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রদর্শিত পথ অনুসরণ করে দেশকে একটি সম্মানশীল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে শহীদ জিয়াউর রহমানের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’