শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভাঙা হাতের চোট সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে বোডো/গ্লিমটের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেন। ম্যানচেস্টার ডার্বিতে হারের তিক্ততা ভুলে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে চাইছেন কোচ পেপ গার্দিওলা।
শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হাতে চোট লাগার পর বিরতির সময় মাঠ ছাড়তে বাধ্য হন ফোডেন। তবে ইংল্যান্ড তারকার হাতের এই চোট নরওয়েতে সিটির চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পেের্বও ম্যাচে খেলতে বাঁধা হবে না বলে জানিয়েছেন কোচ গার্দিওলা।
এ সম্পর্কে গার্দিওলা সাংবাদিকদের বলেন, “তার হাড়ে সামান্য ফাটল আছে, কিন্তু সে সুরক্ষা নিয়ে খেলবে এবং আগামীকালের জন্য ফিট আছে।”
শেষ সাত ম্যাচে ওপেন প্লে থেকে গোল না পাওয়া সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডকে তার স্বদেশে ফেরার ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে, এমন গুঞ্জনও উড়িয়ে দেন গার্দিওলা। হালান্ড সম্পর্কে তিনি বলেন, “হালান্ড আমাকে বলেছে, তার ঘুম বেশ ভাল হয়েছে। তাই সে ফিট।”
চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৩৯ গোল করা হালান্ডকে নিয়ে তিনি এই মন্তব্য করেন গার্দিওলা। আর তাতেই প্রমান হয়েছে এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হালান্ড।
ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ ব্যবধানে হারের পর প্রিমিয়ার লিগে সিটির পরাজয় বেড়ে দাঁড়িয়েছে চার ম্যাচে। এতে শীর্ষে থাকা আর্সেনাল সাত পয়েন্ট এগিয়ে গেছে।
তবে এই হতাশাজনক হার নিয়ে এখনই বিশ্লেষণ না করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করায় মনোযোগ দিতে চান গার্দিওলা। বর্তমানে সিটি রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে, আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ রাউন্ড।
তিনি বলেন, “এখানে আসার পর আমরা ইউনাইটেড নিয়ে একটিও কথা বলিনি। সম্ভবত উলভসের ম্যাচের আগে সে আলোচনা হবে, কিন্তু এখন এটা ভিন্ন প্রতিযোগিতা। শীর্ষ আটে থেকে যোগ্যতা অর্জনের সুযোগ আমাদের আছে। অতীতে কী হয়েছে, তার চেয়ে সেটাই মনোযোগের জন্য যথেষ্ট। আমি ম্যাচটি আবার দেখিনি, তবে জানি ইউনাইটেড ভালো খেলেছে। প্রতিপক্ষ ভালো খেললে অভিনন্দন জানাতে হয়, উন্নতি করতে হয় এবং সামনে এগোতে হয়।”