শিরোনাম

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইতালির জাতীয় দলের ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাডোরি এ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার মাত্র ছয় মাস পরই ক্লাবটি ছেড়ে আরেক সিরি-আ ক্লাব আটালান্টায় পাড়ি জমিয়েছেন।
এ সম্পর্কে এক বিবৃতিতে আটালান্টা জানায়, “২০২৫-২৬ মৌসুমে আটালান্টার সপ্তম সাইনিং জিয়াকোমো রাসপাডোরি। নেরাজ্জুরিরা এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে তার স্থায়ী ট্রান্সফার চূড়ান্ত করেছে।”
ট্রান্সফার ফি প্রকাশ করা না হলেও, ইতালীয় গণমাধ্যমের ধারণা অনুযায়ী এর পরিমাণ প্রায় ২২ মিলিয়ন ইউরো।
গত আগস্টে এ্যাথলেটিকো রাসপাডোরিকে দলে নিতে ২২ থেকে ২৬ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল। তবে তিনি সেখানে ১৫ ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছেন, যার কোনোটিই লিগ ম্যাচে নয়। লিগে তিনি মাত্র একবার শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন।
সাসৌলোর একাডেমি থেকে উঠে আসা রাসপাডোরি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত নাপোলির হয়ে খেলেছেন। নাপোলির হয়ে তিনি দুটি সিরি-আ শিরোপা জয় করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে নাপোলির হয়ে ১০৯ ম্যাচে তিনি ১৮ গোল করেন।
তার সাবেক ক্লাব সাসৌলো এবং রোমাও তাকে দলে নেওয়ার চেষ্টা করছিল বলে জানা যায়।
ইতালির হয়ে ৪৫ ম্যাচে ১১ গোল করা রাসপাডোরি এমন এক সময় আটালান্টায় যোগ দিলেন, যারা কোচ হিসেবে নভেম্বরে রাফায়েলে পাল্লাদিনোকে নিয়োগ দেবার পর উন্নতির পথে রয়েছে।
এক সময় সিরি-আ লিগে ১৩তম স্থানে থাকা আটালান্টা টানা তিন ম্যাচ জিতে এখন সপ্তম স্থানে উঠে এসেছে। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে তারা শেষ দুই ম্যাচ বাকি থাকতেই ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।