বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫১

২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে নতুন বিশ্ব রেকর্ড

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয়ের বিশ্ব রেকর্ড গড়ল পাকিস্তান টিভি। এতে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩২ বছরের রেকর্ড ভেঙ্গে গেল। 

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফির গ্রেড-১এর ১৫তম ম্যাচে করাচি জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান টিভি ও সুই নর্দান গ্যাস পাইপলাইনস।

চারদিনেরর ম্যাচের তৃতীয় দিন সুই নর্দানকে জয়ের জন্য মাত্র ৪০ রানের টার্গেট দেয় পাকিস্তান টিভি। ৪১ রান তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে মাত্র ৩৭ রানে অলআউট হয় সুই নর্দান। ফলে ২ রানের জয় পায় পাকিস্তান টিভি। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয় তুলে নেওয়ার নয়া বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তান টিভি। 

এর আগের বিশ্ব রেকর্ড ছিল ১৭৯৪ সালে। লর্ডসের পুরোনো মাঠে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে প্রথম শ্রেণির ঐ ম্যাচে মুখোমুখি হয়েছিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ওল্ডফিল্ড। ম্যাচের দ্বিতীয় দিন এমসিসিকে জয়ের জন্য ৪১ রানের টার্গেট দিয়েছিল ওল্ডফিল্ড। জবাব দিতে নেমে মাত্র ৩৪ রানে অলআউট হয় এমসিসি। গত ২৩২ বছর ধরে এই বিশ্ব রেকর্ড দখলে ছিল ওল্ডফিল্ডের। এবার বিশ্ব রেকর্ড দখলে নিল পাকিস্তান টিভি।

ম্যাচের দুই ইনিংসে ১৬৬ ও ১১১ রান করে পাকিস্তান টিভি। প্রথম ইনিংসে ২৩৮ রান করে লিড নিলেও, দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে গুটিয়ে যায় সুই নর্দান। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। সফিউল্লাহ বাঙ্গাশের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৪ রান। 

বোলিংয়ে পাকিস্তান টিভির হয়ে আলি উসমান ৯ রানে ৬টি ও আমাদ বাট ২৮ রানে ৪ উইকেট নেন। এ বছরের কায়েদ-ই-আজম ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারী উসমান।