শিরোনাম

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটসাল দল ৩-৩ গোলে ভুটানের সাথে ড্র করেছে।
থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচের শুরুতেই ভুটান এগিয়ে যায়। ৫ মিনিটে ডেকি লাজম গোল করে ভুটানকে লিড এনে দেন। তবে দুই মিনিটেই সমতায় ফেরে বাংলাদেশ। সুমাইয়া মাতসুশিমা দুর্দান্ত গোলে বাংলাদেশকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো এগিয়ে যায় ভুটান। ২৭ ও ৩০ মিনিটে সোনাম লামো টানা দুই গোল করে ভুটানকে ৩-১ এর ব্যবধান এনে দেন।
তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সাবিনা-সুমাইয়ারা। সাফল্য আসে ৩৫ মিনিটে, সাবিনা খাতুনের দুর্দান্ত গোলে ব্যবধান কমে। মাত্র এক মিনিট পর মাসুরা পারভিন গোল করে ম্যাচে আবারও সমতা ফেরান।
ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। বাংলাদেশ দলের গোলরক্ষক জিলি পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখান। ভুটানের একাধিক নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিনি বাংলাদেশকে ম্যাচে টিকে থাকতে বড় ভূমিকা রেখেছেন।
আগামী ১৯ জানুয়ারি পরবর্তী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।